শফিউল আলম লাভলু,

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার এএসআই রেজাউল করিম ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।
‎বুধবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ রেঞ্জ অফিসে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ এএসআই এর পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
‎পুরস্কারপ্রাপ্ত এএসআই রেজাউল করিম বলেন, “এই সম্মান কেবল আমার একার নয়, নান্দাইল মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল মাহমুদ স্যার, গৌরীপুর সার্কেল স্যারসহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
‎প্রসঙ্গত, আগস্ট/২৫ মাসে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের আস্থা অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়