
শফিউল আলম লাভলু,
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার এএসআই রেজাউল করিম ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ রেঞ্জ অফিসে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ এএসআই এর পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
পুরস্কারপ্রাপ্ত এএসআই রেজাউল করিম বলেন, “এই সম্মান কেবল আমার একার নয়, নান্দাইল মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল মাহমুদ স্যার, গৌরীপুর সার্কেল স্যারসহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
প্রসঙ্গত, আগস্ট/২৫ মাসে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের আস্থা অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়
