ময়মনসিংহের ত্রিশালে নৃশংস এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃদ্ধ মা-বাবাকে হত্যার পর তাঁদের মরদেহ শোবার ঘরের মেঝেতে প্রায় চার ফুট গভীরে পুঁতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ মেঝে খুঁড়ে ওই দম্পতির লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামের মোহাম্মদ আলী (৭০) ও তাঁর স্ত্রী বানোয়ারা বেগম (৬০)। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের একমাত্র ছেলে রিয়াদ হোসেন ওরফে রাজু (২৫)–কে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আটক করেছে পুলিশ।
