
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান বলে জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আরও বলেন, তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়; বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষলগ্ন যেটি, তাতে নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।
তিনি বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, সবার নেতা।
আরেক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, স্বৈরাচারের দোসর কারা ছিল ১৯৮৬ সালে দেখেছেন, এখনও দেখছেন। সত্যিকার অর্থে স্বৈরাচারের সঙ্গে কাদের সম্পৃক্ততা, তা দেশের মানুষ জানে। এ ব্যাপারে আমাদের স্পষ্ট করে কিছু বলার দরকার নেই। বিএনপি জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল এবং থাকবে।
নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ নেতাদের আওয়ামী লীগের হেনস্তা বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস, তাদের নেতাকর্মীর ইতিহাস কোনোদিন জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসা এবং জনগণের ওপরে চেপে বসার রাজনীতিতে বিশ্বাসী। তারা দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে।
ডা. জাহিদ আরও বলেন, অন্যায় আওয়ামী লীগের পূর্বপুরুষ করেছে; এখনকার নেতাকর্মীরাও করছেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ তাদের প্রতিহত ও প্রত্যাখ্যান করেছে।
